হিন্দু সংগঠনের হুমকি! আসামের ক্যাথলিক বিদ্যালয়ের পুলিশি সুরক্ষার দাবী!

 

ছবি সংগ্রহঃ সালোম নিউজ


 

ভারতের আসাম রাজ্যের ঘটনা। জরহাটের কার্মেল ক্যাথলিক বিদ্যালয় স্থানীয় পুলিশ প্রশাসনের কাছ থেকে বিশেষ সুরক্ষা চাইলো। স্থানীয় একটি হিন্দু সংগঠন এই ক্যাথলিক বিদ্যালয়ের কর্তিপক্ষকে খ্রীষ্টধর্ম সম্বন্ধীয় সকল ধর্মীয় চিহ্ন ও অন্যান্য প্রতীক তাদের বিদ্যালয়ের প্রাঙ্গন থেকে সরিয়ে ফেলতে বলেছে। এই বিদ্যালয়ের একজন কর্মী, ১৬ ফেব্রুয়ারি, একটি পোস্টার দেখতে পায়। যেখানে স্পষ্ট করেই উল্লেখ করা ছিল যে, এক সপ্তাহের মধ্যেই সমস্ত খ্রীষ্টধর্মীয় চিহ্নগুলি তাদের সরিয়ে ফেলতে হবে, না হলে তাদের মারাত্মক প্রতিফল ভোগ করতে হবে। এই ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী ও অন্যান্য কর্মীদের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

বিদ্যালয়ের অধ্যাপিকা সিস্টার রোজ মেরী ফাতিমা ১৭ই ফেব্রুয়ারি পুলিশের কাছে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, কার্মেল বিদ্যালয় সবসময় শান্তি ও শৃঙ্খলার আবহাওয়া বজায় রেখে চলেছে এবং তার সাথে অন্যান্য ধর্ম ও সংস্কৃতির সাথে সম্মানের পরিবেশ রক্ষা করে থাকে। এই ক্যাথলিক বিদ্যালয়টি, ডিব্রুগড়ের রোমান ক্যাথলিক ধর্মপালের মণ্ডলীয় আইনত অধিক্ষেত্রের মধ্যে রয়েছে।

 

তাদের ওয়েবসাইট অনুসারে, “কার্মেল বিদ্যালয়ের লক্ষ্য চারপাশের ক্যাথলিক সম্প্রদায়ের শিক্ষা এবং যতটা সম্ভব অন্যান্য সম্প্রদায়ের সদস্যদের কাছে তার পরিষেবাগুলি প্রসারিত করা। বিদ্যালয়ের একাডেমিক শ্রেষ্ঠত্ব, দক্ষতার বিকাশ এবং ঈশ্বরের প্রতি ভালবাসা এবং যীশু খ্রীষ্টের আদর্শ হিসাবে মানবতার সেবার উপর ভিত্তি করে চরিত্র গঠনের জন্য দাঁড়িয়েছে।”

 

জানা যায়, ঐ হুমকি পোস্টার টাঙ্গানোর দুসপ্তাহ আগে স্থানীয় হিন্দু নেতারা এক সাংবাদিক সম্মেলন ডাকে এবং ওখানকার সমস্ত খ্রীষ্টান বিদ্যালয়গুলিকে তাদের ধর্মীয় সমস্ত চিহ্ন ও ছবি সরিয়ে ফেলতে বলা হয়। শুধু তাই নয়, তারা এ কথাও বলেছে, “ক্যাথলিক যাজকেরা, ধর্মীয় সিস্টাররা এবং ব্রাদাররা যেন তাদের ধর্মীয় পোশাক পড়ে বিদ্যালয়ে না যায়!”

 

সোমবার আসামের খ্রীষ্টান ফোরামের মুখপাত্র জানান, খ্রীষ্টান সম্প্রদায়ের প্রতি হিংসা এখানে উত্তরোত্তর বেড়েই চলেছে। সরকারের এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত, যেখানে খ্রীষ্টানদের খোলাখুলি ভাবেই হুমকি দেওয়া হচ্ছে।

 

কিন্তু কেন স্থানীয় হিন্দু নেতারা আসামের সমস্ত খ্রীষ্টান বিদ্যালয় থেকে খ্রীষ্টানদের ধর্মীয় চিহ্ন ও প্রতিকৃতি সরিয়ে ফেলার হুমকি দিচ্ছে?

তাদের বক্তব্যঃ “খ্রীষ্টানদের বিদ্যালয়ে, খ্রীষ্ট ধর্মীয় চিহ্ন ও অন্যান্য প্রতিকৃতি দেখে স্থানীয় হিন্দুদের আপন ধর্মের প্রতি বিশ্বাস দুর্বল হয়ে পড়ছে এবং তারা খ্রীষ্টধর্মের প্রতি আকর্ষিত হয়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে”।

 

 

তথ্যসূত্রঃ Shalom World | Experience a New Media Culture 


নবীনতর পূর্বতন