প্রিয় পাঠক, ‘আলো হোক’
ব্লগে আপনাকে স্বাগত জানাই!
আমার এই ব্লগের প্রধান উদ্দেশ্য
হল আপামর বাঙালি পাঠকের কাছে খ্রীষ্টধর্মের শাশ্বত মঙ্গলবার্তা পৌঁছে দেওয়া। আমাদের
সমাজে খ্রীষ্টধর্ম নিয়ে মানুষের মধ্যে যে সকল ভুল ধারণা প্রচলিত আছে, সেই সকল ধারণার
ত্রুটিপূর্ণ দিকগুলি ভুল প্রমাণ করাই আমার উদ্দেশ্য। এছাড়াও খ্রীষ্টধর্ম, বাইবেল ও
পবিত্র খ্রীষ্টমণ্ডলীর বিষয়ে যে সকল ব্যাক্তি, সংগঠন বা মাধ্যম অপপ্রচার চালায় এবং
কুৎসা রটায়; খ্রীষ্টীয় শিক্ষার আলোয় তাদের আসল রূপ লেখালিখির মাধ্যমে প্রকাশ করে থাকি।
এই ব্লগের নিবন্ধগুলি পড়ে আপনি যদি উপকৃত হয়ে থাকেন, বা নিবন্ধগুলির বিষয়ে আপনার যদি
কোন ব্যাক্তিগত মতামত থাকে, তবে ইমেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি যদি একজন
খ্রীষ্টান লেখক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার ব্যাক্তিগত লেখা আমাকে ইমেলে পাঠাতে
পারেন। আপনার লেখা নিবন্ধ খ্রীষ্টকেন্দ্রিক ও বাইবেল ভিত্তিক হলে, আমি সানন্দে সেই
লেখা আমার ব্লগে প্রকাশ করবো।
অভিষেক পিটার (লেখক ও বাণীপ্রচারক), কলকাতা, পশ্চিমবঙ্গ।
ইমেলঃ aalohok@gmail.com